নভেম্বর 28, 2022

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা ফলাফল প্রকাশ করা হয়েছে। এবার সম্মিলিত পাসের হার ৮৭ দশমিক ৪৪ শতাংশ। গত বছর ছিল ৯৩ দশমিক ৫৮ শতাংশ।

সোমবার (২৮ নভেম্বর) দুপুরে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করা হয়। যা নির্দিষ্ট ওয়েবসািইট এবং এসএমএস এর মাধ্যমে পাওয়া যাচ্ছে।

এর আগে, প্রধানমন্ত্রীর কার্যালয়ের চামেলী হলে ফলাফলের অনুলিপি এবং পরিসংখ্যান প্রতিবেদন প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

জেনারেল:

গত ১৫ সেপ্টেম্বর এসএসসি পরীক্ষা শুরু হয়। চলে ১ অক্টোবর পর্যন্ত। এবার এসএসসি ২০২২ পরিক্ষা দেয়ার জন্য রাজধরপুর মাধ্যমিক বিদ্যলয়ে রেজিস্ট্রেশন করেছিলো ৭১ জন যার মধ্যে ৪ জন বিভিন্ন কারণে পরিক্ষায় অনুপস্থিত ছিলো, বাকি ৬৭ জন পরিক্ষায় অংশগ্রহণ করে সম্পূর্ণ পরিক্ষা সম্পন্ন করে। ফলাফল অনুযায়ী এবারে পাশ করেছে ৫৮ জন, অনুপস্থিত সহ অকৃতকার্য ১২ জন। পাশের হার ৮৬.৫৭%। সবাইকে বিদ্যালয়ের প্রধান শিক্ষক অভিনন্দন জানিয়েছেন।

এবার মোট জিপিএ পেয়েছে ৫ জন যাদের মধ্যে সবাই বিজ্ঞান শাখা থেকে। জিপিএ প্রাপ্তদের রোল যথাক্রমে, 159459, 159460, 159461, 159462, 159463; সবাইকে বিদ্যালয়ের পক্ষ থেকে বিশেষ অভিনন্দন জানিয়েছেন বিদ্যালয়ের সভাপতি জনাব এমএ হান্নান এবং প্রধান শিক্ষক জনাব শেখ মুহাম্মদ ওয়াহিদুজ্জামান।

মানবিক শাখা থেকে অংশগ্রহণ করে মোট ৪৬ জন, ৩৬ জন কৃতকার্য এবং ১০ জন অকৃতকার্য। ব্যবসায় শাখা থেকে অংশগ্রহণ করে ৯ জন, ৭ জন কৃতকার্য, ২ জন অকৃতকার্য এবং বিজ্ঞান শাখা থেকে এসএসসি পরিক্ষায় অংশগ্রহণ করে মোট ১৬ জন শিক্ষার্থি, যার মধ্যে ১৫ জন কৃতকার্য হয়েছে এং ১ জন অকৃতকার্য হয়েছে।

বিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের রেজাল্ট শিট (জেনারেল):

ভোকেশনাল:

এবার এসএসসি (ভোকেশনাল) ২০২২ পরিক্ষা দেয়ার জন্য রাজধরপুর মাধ্যমিক বিদ্যলয়ে রেজিস্ট্রেশন করেছিলো ৭০ জন। পরিক্ষায় অংশগ্রহণ করে সম্পূর্ণ পরিক্ষা সম্পন্ন করে ৭০ জন। ফলাফল অনুযায়ী এবারে পাশ করেছে ৫১ জন, অনুপস্থিত সহ অকৃতকার্য ১২ জন। পাশের হার ৭২.৮৬%। সবাইকে বিদ্যালয়ের প্রধান শিক্ষক অভিনন্দন জানিয়েছেন।

এবার ভোকেশনাল শাখায় মোট জিপিএ পেয়েছে ৯ জন যাদের মধ্যে ৪ জন বিল্ডিং মেইনটেন্যান্স এবং বাকি ৫ জন জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস শাখা থেকে। জিপিএ প্রাপ্তদের সবাইকে বিদ্যালয়ের পক্ষ থেকে বিশেষ অভিনন্দন জানিয়েছেন বিদ্যালয়ের সভাপতি জনাব এমএ হান্নান এবং প্রধান শিক্ষক জনাব শেখ মুহাম্মদ ওয়াহিদুজ্জামান।

ভোকেশনালের বিল্ডিং মেইনটেন্যান্স শাখা থেকে অংশগ্রহণ করে মোট ৩৪ জন, ২৪ জন কৃতকার্য এবং ১০ জন অকৃতকার্য এবং জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস শাখা থেকে এসএসসি (ভোকেশনাল) পরিক্ষায় অংশগ্রহণ করে মোট ৩৬ জন শিক্ষার্থি, যার মধ্যে ২৭ জন কৃতকার্য হয়েছে এং ৯ জন অকৃতকার্য হয়েছে।

বিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের রেজাল্ট শিট (ভোকেশনাল):

Leave a comment