অর্ধশতাব্দীর প্রাচীন রাজধরপুর মাধ্যমিক বিদ্যালয় আদশনিষ্ঠ ছাত্র-ছাত্রী তৈরি করে তার ঐতিহ্যকে গৌরবাম্বিত করে রেখেছে। আমাদের অত্র এলাকার মানুষদের স্বপ্ন বিদ্যালয়টিকে একটি আদশ শিক্ষাপ্রতিষ্ঠানে পরিনত করা, যার মধ্য থেকে বেরিয়ে আসবে সৎ, নিষ্ঠাবান, দায়িত্বশীল, সুশৃঙ্খল এবং কর্মমূখী জ্ঞানসমৃদ্ধ মানুষ। আমাদের ছাত্র-ছাত্রী কর্মজীবনে প্রতিষ্ঠিত হয়ে যদি তাদের পরিবার, সমাজ, দেশ ও সএর্পবারি গণমানুষের কল্যাণে কিছু করতে পারে তবেই সার্থক হবে আমাদের সব আয়োজন ও প্রয়াস। বিদ্যলয়ের ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী, রজতজয়ন্তী এবং সূবর্ণজয়ন্তী এমন ভাবে উদযাপন করা হয়েছে যে সবসময় মানুষের মনে থাকবে। এছাড়াও শিক্ষক-কর্মচারী অবসরে গেলে তাঁকেও অনেক ঘটা করে সম্মানের সহিত বিদায় সংবর্ধনা দেয়া হয়। প্রতিবছর কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়। মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা হয়। এসকল কাজে সহযোগিতার জন্য ১৯৯০ সালে প্রাক্তন শিক্ষার্থীদের জন্য “রাজধরপুর মাধ্যমিক বিদ্যালয় প্রাক্তন ছাত্র সমিতি” গঠন করা হয়। যারা সকল কাজে সহযোগিতা সহ বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এই কর্মকাণ্ড আমার কাছে খুবই পছন্দের।
“তথ্যই শক্তি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে এবং বতমান সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্নে তথ্য-প্রযুক্তির কোনো বিকল্প নেই। এর সাথে তাল মিলিয়ে প্রতিষ্ঠানের কার্যক্রমকে আধুনিকায়ন ও যুগোপযোগী করার লক্ষ্যে বিভিন্ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে। আমরাও চাই শুধু বাংলাদেশ নয় সারা পৃথিবীর মানুষের কাছে আমাদের প্রিয় রাজধরপুর মাধ্যমিক বিদ্যালয়কে পরিচয় করিয়ে দিতে। আমরা আমাদের তথ্যকে উন্মুক্ত করে ছড়িয়ে দিতে চাই সর্বত্র। অবাত তথ্যপ্রবাহ সকলের জন্য উন্মুক্ত করার লক্ষ্যে খোলা হলো রাজধরপুর মাধ্যমিক বিদ্যালয়ের ওয়েব সাইট।
এই ওয়েব সাইট ভিজিট করে আপনি বিদ্যালয়ের সকল ধরণের তথ্যাদি অনায়াসে জানতে পারবেন এবং প্রয়োজনে আপনার সুচিন্তিত মতামত জানাতে পারবেন। ফলে এর মাধ্যমে বিদ্যালয়ের সকল কাযক্রমে আরো স্বচ্ছতা, গতিশীলতা এমনকি জবাবদিহিতা নিশ্চিত করবে এবং সেবার মান আরো উন্নত হবে বলে আমি বিশ্বাস করি। আমি অভিভাবক, সমাজের সূধীজন ও সমাজসেবকসহ সরকারের সকল দপ্তর, অধিদপ্তর ও পরিদপ্তরের কর্মকতা-কর্মচারীগণকে রাজধরপুর মাধ্যমিক বিদ্যালয়ের ওয়েব সাইট ভিজিট করার আমন্ত্রণ জানাচ্ছি।
শেখ মুহম্মদ ওয়াহিদুজ্জামান
প্রধান শিক্ষক, রাজধরপুর মাধ্যমিক বিদ্যালয়।
তারিখ: ১৭ মে, ২০২২