আমাদের সম্পর্কে

প্রতিষ্ঠাকাল

১৯৬০ সালে মরহুম আব্দুল গফুর মোল্লা ইসলামপুর ইউনিয়নের চেয়ারম্যান নিবাচিত হবার পর রাজধরপুরের বিভিন্ন উন্নয়নের পাশাপাশি উচ্চ বিদ্যালয়ের স্বপ্নসাধ বুকে নিয়ে শুরু করলেন ১৯৬১ সালে রাজধরপুর মাধ্যমিক বিদ্যালয়। আব্দুল গফুর মোল্লা বিদ্যালয়ের সার্বিক দায়িত্বে ছিলেন। প্রধান শিক্ষক ছিলেন মরহুম খোশেদুর রহমান। বিদ্যালয়টি যথাসময়ে সরকারী স্বীকৃতি না পাোয়ার কারণে ১৯৬৪ সালে আবার বন্ধ হয়ে যায়। ১৯৬৭ সালে মরহুম আব্দুল রাজ্জাক মোল্লা অঙ্কুরে বিনিষ্ট হয়ে যাওয়া রাজধরপুর মাধ্যমিক বিদ্যালয় পূনর্গঠিত করার স্বপ্ন নিয়ে হাজী কাঁচাই মোল্লা নিম্ন মাধ্যমিক বিদ্যালয় শুরু করলেন। অন্যত্র চাকরী হওয়ার কারনে তিনি চলে যান ফলে বন্ধ হয়ে যায় বিদ্যালয়টি। পরবর্তী সময়ে ১৯৬৮ সালে বিদ্যালয়টির নাম পরিবর্তন করে রাজধরপুর নিম্ন-মাধ্যমিক বিদ্যালয় নামকরণ করা হয় । ১৯৬৭ সালে ১লা জানুয়ারী থেকে সরকারী স্বীকৃতি লাভ করে এবং বিদ্যালয়টি ১৯৭২ সাল পর্যন্ত নিম্ন-মাধ্যমিক বিদ্যালয় হিসাবে চালু ছিল। ১৯৭৩ সালের ১লা জানুয়ারী থেকে রাজধরপুর নিম্ন-মাধ্যমিক বিদ্যালয়টিতে ৯ম শ্রেণি খোলা হয়। স্থানীয় ব্যক্তি বর্গ বিভিন্ন ভাবে বিদ্যালয়টির উন্নয়ন করার চেষ্টা করতে লাগলেন। অবশেষে ১৯৭৩ সালের ১লা জানুয়ারী থেকে সরকারী অনুমোদ লাভ করে। এবং তারপর থেকেই পূর্নাঙ্গ মাধ্যমিক বিদ্যালয় হিসেবে যাত্রা শুরু করে বিদ্যালয়টি।

আমাদের ভিশন

কল্যাণময় সমাজ বিনির্মাণে সকল মানবিক মূল্যবোধে উজ্জীবিত কাক্ষিত প্রজন্ম ও নেতৃত্ব তৈরী করা। আমরা বিশ্বাস করি যে প্রত্যেক শিক্ষার্থী, পরিবার এবং শিক্ষক সহ আমাদের সম্প্রদায়ের সকল সদস্যের পারস্পরিক ক্রিয়ার অধিকার রয়েছে।

আমাদের মিশন

জ্ঞান, দক্ষতা, যোগত্যা ও নৈতিকতার উৎকর্ষ সাধন, মেধা, মনন ও সৃজনশীলতায় শ্রেষ্ঠত্ব অর্জন, দেশপ্রেম ও জবাবদিহিতায় উদ্দীপ্ত নেতৃত্ব বিনির্মাণ এবং মানবকল্যাণে একক ও সামাজিক অংশগ্রহণ নিশ্চিত করা।
100 +
বর্তমান অধ্যায়নরত
10 +
পাঠদান কক্ষ
4500 +
এখন পর্যন্ত পাশকৃত শিক্ষার্থী
2 +
মোট শিক্ষক

প্রথম স্মীকৃতি

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Ut elit tellus, luctus nec ullamcorper mattis, pulvinar dapibus leo.

পরিদর্শকালে বিভিন্ন গণ্যমান্য ব্যাক্তিদের অভিব্যাক্তি

প্রশংসাপত্র

বিদ্যলয়ের প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন সময় বিভিন্ন গণ্যমান্য ব্যাক্তি বিদ্যালয় পরিদর্শন করে গেছেন। চলুন দেখে আসি পরিদর্শন শেষ বিদ্যলয়ের সম্পর্কে তাদের অভিব্যাক্তি।
Kindori
শিক্ষকদের সম্পর্কে

আমাদের শিক্ষকবৃন্দ

আমাদের বিদ্যলয়ের শিক্ষার্ধী অনুপাতে চমৎকার শিক্ষক প্যানেল রয়েছে। প্রতিটি শিক্ষক শিক্ষার্ধীদের জ্ঞানপিপাসু মনের প্রয়োজনী মেটাতে সক্ষম।
Kindori
Kindori

মনোরম পরিবেশ

সঠিক শিক্ষা গ্রহণ

সৃজনশীল পরিবেশ

অসাধারণ খেলার মাঠ